ফয়সাল আলম সাগর,বিশেষ প্রতিনিধি:
পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং গলায় ফাঁস লাগিয়ে মোহাম্মদ আলী বাড়িতে মায়মুনা আক্তার (৩৮) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। বুধবার (০৮ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় ফাইতং ইউনিয়নের ৬নং ওয়ার্ড পশ্চিম নয়াপাড়া এ’ঘটনা ঘটে। নয়াপাড়া মোহাম্মদ আলী ছেলে মো. নুরুল আমিনের স্ত্রী। স্ত্রী বাড়ি সম্প্রতি শেরপুর তিনি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন নুরুল আমিন সঙ্গে। তার দুইটি সন্তান রয়েছে। বিবাহ ৫/৬ মাথায় আত্মহত্যা করছে বলে জানা গেছে।
বিয়ের পর প্রথম শাশুর বাড়িতে এসে এক সাপ্তাহ মাথায় এ’ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধারে ফাইতং ফাঁড়ির পুলিশ ও স্থানীয় ইউপি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার করেন।
সরেজমিনে দেখা যায়, মায়মুনা আক্তার কেনো গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এখনও কেউ যানে না। তবে স্বামী সঙ্গে অভিমানে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছে পাশ্ববর্তী লোকজন। ঘটনা স্থলে ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, কেন আত্মহত্যা করেছে তা জানা যায়নি। তবে পারিবারিক কলঙ্ক জন্য আত্মহত্যা করতে পারে। লাশের প্রাথমিক সুরতহাল করা হচ্ছে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। রাতে ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হবে।