সর্বশেষ

সারা বাংলাদেশে একযোগ শূন্য থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

received_709652067540268.jpeg

আশরাফুল আলম,স্টাফ রিপোর্টার:-

সারা বাংলাদেশের একযোগে শূন্য থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। তারাই ধারাবাহিকতায় নরসিংদী জেলার আওতাধীন মাধবদী থানার অন্তর্গত কাঠালিয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে পাঁচটি কেন্দ্রে শূন্য থেকে পাঁচ বছর বয়সে সকল শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ভিটামিন এ এর অভাবে শিশুদের রাতকানা এবং অন্ধত্ব রোগ হয়। তাই তারই জন্য শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর গুরুত্ব অনেক বেশি। তার পাশাপাশি ভিটামিন এ উপাদান আছে এমন সব খাবার বেশি বেশি খাওয়ানো উচিত। তাই বাংলাদেশ সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় সারা বাংলাদেশে একযোগে সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, সকল কমিউনিটি ক্লিনিকে আজ একযোগ পোলিও টিকা/ভিটামিন এ ক্যাপসুল এর জন্য ক্যাম্পিং চলছে।

এখন দেখা যায় প্রয়াসই অনেক শিশুরা অন্ধত্ব বরণ করে। এর কারণ হচ্ছে তাদের শরীরে ভিটামিন এ এর অভাব দেখা দেয় যা বাচ্চার অভিভাবক বুঝতে পারে না। শিশুরা অনেক সময় অনেক খাবার খেতে চায় না আবার অনেক সময় বাচ্চারা এক খাবার খেতে খেতে অতিষ্ঠ হয়ে পড়ে তারই জন্য বাচ্চাদের খাবারের তালিকায় বেশি বেশি ভিটামিন জাতীয় এবং আমিষ জাতীয় খাবার রাখা উচিত। যাতে বাচ্চাদের মুখের রুচি বাড়ে। আর এক খাবার বেশি বেশি খাওয়ানো উচিত না এতে বাচ্চাদের খাবারের প্রতি অন্নেহা চলে আসে।সকালে দুপুরে এবং রাতে ভিন্ন ভিন্ন খাবার রাখা উচিত। এতে বাচ্চাদের খাবারের প্রতি রুচি থাকবে এবং বাচ্চার সঠিক খাবার পাবে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *