বাউফলে নির্বাচনী সংঘাত, আহত ১০

received_5710346562329589.jpeg

মো:ফিরোজ,বাউফল প্রতিনিধি:
আগামী ২৭জুলাই পটুয়াখালীর বাউফলের নাজিরপুর – তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ( নৌকা) মো. ইব্রাহিম ফারুক ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (চশমা) এস.এম মহসিনের সমর্থকদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের কমপক্ষে ১০জন আহত হয়েছে। শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠি ব্রিজ এলাকায় এঘটনা ঘটে।
এঘটনায় বাউফল থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। উভয় পক্ষের ৬জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন বিকেলে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. ইব্রাহিম ফারুকের কয়েকশ সমর্থক বাংলাবাজার থেকে মটরসাইকেল বহর বের করেন। বহরটি নাজিরপুর তাঁতেরকাঠি – নুরাইনপুর ব্রিজ এলাকায় পৌঁছলে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এস.এম মহসিন সহ তার ২০-২৫জন সর্মথক নৌকার বহরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। উত্তেজনা জড়িয়ে পড়ে। শুরু হয় সংঘাত। এতে ইটপাটকেল, লোহার রড ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় কমপক্ষে ১০জন। আহতরা হলেন বিদ্রোহী প্রার্থী এস.এম মহসিন, নৌকা প্রতীকের সর্মথক মো. সোহেল (৩০), আমির মৃধা (৭০), হাসনাইন হোসেন সান (২৫), মো. ইমরান ও মো. খোকন (৩০), সোহাগ মৃধা (৩৫), রাসেল মৃধা (৩২)সহ অনেকে ।
আহতদের মধ্যে বিদ্রোহী প্রাথী এস.এম মহসিন, নৌকার সর্মথক আমীর মৃধা, হাসনাইন হোসেন সান ও সোহেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত নৌকার সমর্থকরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে সেখানে বিদ্রোহী প্রার্থীর সর্মথকেরা উত্তেজিত হয়ে উঠে। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করেন।
নৌকা প্রতীকের সমর্থক ও নাজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সাধারন সম্পাদক মো. শামীম হোসেন বলেন,‘ আমাদের শান্তি পূর্ণ বহরে বিদ্রোহী প্রার্থী মহসিন ও তাঁর ভাই সন্ত্রাসী মিন্টুসহ ২৫জন সন্ত্রাসী অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় ৮-৯জন নৌকার সর্মথক আহত হয়। হাসপাতালে আমরা চিকিৎসা নিতে গেলে বিদ্রোহী প্রার্থীর পক্ষে বহিরাগত সন্ত্রাসীরা আমাদের উপর চড়াও হয়।
এবিষয়ে উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও নৌকার প্রার্থী মো. ইব্রাহিম ফারুক বলেন,‘ নৌকা মার্কার পক্ষে মটরসাইকেল বহরে বিদ্রোহী প্রার্থী মহসিনের নেতৃত্বে হামলা চালানো হয়। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়।
এবিষয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এস.এম মহসিন পাল্টা অভিযোগ করে বলেন,‘ আমি কোরবানির গরু কিনতে নুরাইনপুর বাজারে গিয়েছিলাম। তাঁতেরকাঠি ব্রিজ এলাকায় আমার উপর অতর্কিতভাবে হামলা করে নৌকার সমর্থকেরা।
এবিষয়ে বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন বলেন,‘ দুপক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top