বর্ণাঢ্য আয়োজনে বান্দরবান বর্ষবরণ সাংগ্রাই উৎসব শুরু।

received_1168761754540022.jpeg

স্টাফ রিপোর্টার,ডেভিড সাহা:-

অতীতের সকল দুঃখ গ্লানি বেদনা সবকিছু ভুলে গিয়ে নতুন বছরকে বর্ণাঢ্যভাবে বরণ করে নিতে শুরু হয়েছে পাহাড়ের মার্মা সম্প্রদায়ের বিশাল আয়োজন। আজ থেকে শুরু হয়েছে মার্মা সম্প্রদায়ের বর্ষবরণ ‘সাংগ্রাই’ উৎসব।

রোজ শনিবার(১৩/০৪/২০২৪) সকালে বান্দরবান শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠ থেকে শুরু হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।

মার্মা সম্প্রদায় তাদের ঐতিহ্যবাহী নানা পোশাকে সেজে বর্ণিল ও আনন্দ ময় উদ্দীপনায় শোভাযাত্রায় অংশ গ্রহন করেন।

উক্ত অনুষ্ঠানে বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন।

এ সময় তার সাথে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান কাজেমী-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, শোভাযাত্রায় শুধু মার্মা সম্প্রদায়ই নয় ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষ নানা সাজে সেজে নিচে গিয়ে আনন্দ উৎসব এ অংশ গ্রহন করেন । এবার উৎসবে থাকছে চন্দন পানিতে বুদ্ধ মূর্তি স্নান, বয়স্ক পূজা, মার্মা তরুণ তরুণীদের পানি খেলা, পিঠা তৈয়ারী প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের আয়োজকদের থেকে জানতে চাইলে তারা জানান , বান্দরবানে তিন দিনব্যাপী চলবে এই উৎসব। ইতোমধ্যে উৎসব দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটক ও দর্শনার্থীরা ভিড় জমিয়েছে বান্দরবান শহরে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top