শরীয়তপুর প্রতিনিধি:-
শরীয়তপুরের ভেদরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর শনিবার দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ছয়গাঁও আজিজুল হক উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছয়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি কবির সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভুট্টু মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসেম ঢালী, সাধারণ সম্পাদক বি.এম গোলাম মোস্তফা, সাবেক শরীয়তপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মজুমদার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আসলাম হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (আনু) মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান উজ্জ্বল ভূইয়া।
ছয়গাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রকিব হোসেন আক্কাছ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল রাড়ী, খোকন মাঝি সুমন দালাল, বিল্লাল হোসেনসহ ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীগণ।