চীফ রিপোর্টার:
বিশ্ব ফুটবল উম্মাদনায় কাতার বিশ্বকাপ 2022 উপলক্ষে প্রিয় দল আর্জেন্টিনা ও মেসিকে নিয়ে রোজিনা’র কন্ঠে “মেসি মেসি কলরব” শিরোনামের গানটি লিখেছেন কাজী শাহিন,সুর ও সঙ্গীত করেছেন শামীম মাহমুদ, পরিচালনায় রাজকামাল, গানটি জনগণের মনে ব্যপক সাড়া পড়েছে সম্প্রতি surer alo bd নামক ইউটিউব চ্যানেলে গানটি প্রচারিত হচ্ছে , এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনা তুমি যে অনন্যা” জাতির পিতা বঙ্গবন্ধু আছো তুমি অন্তরে” বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা তুমি যে এক রত্নগর্ভা” এবং “এক দুখী মা’কে বৃদ্ধাশ্রমে পাঠানো কে নিয়ে “দুখী মায়ের গল্প” “মায়ের কদর” “গার্মেন্টস কন্যা” শিরোনামের গান সহ একাধিক অ্যালবাম বাজারে এসেছে। এছাড়াও রোজিনা আক্তার বিষয়ভিত্তিক গান গেয়ে আলোচনায় এসেছে,রোজিনা আক্তার বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, জাতীয় শিল্পকলা একাডেমীর একজন নিয়মিত তালিকা ভুক্ত শিল্পী, বর্তমানে এই গুনি শিল্পী নিয়মিত গান করে চলেছেন, আমার বিশ্বাস জনগনের ভালোবাসায় সে একদিন সংগীত জগতে শীর্ষস্হান দখল করবে।