স্টাফ রিপোর্টার,মো:আলফি হক:-
কুমিল্লার তিতাসের উত্তর আকালিয়া গ্রামে গত ৩ ফেব্রুয়ারি সন্ধায়, রাস্তার পাশে ময়লার স্তুপে তিন বন্ধু কুড়িয়ে পায় একদিন বয়সি একটি শিশু,
শিশুটির নাম রাখা হয়েছে জান্নাতুল ফেরদৌস।
শিশুটিকে দত্তক নিতে, ফেনী থেকে মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের এক আত্মীয় সহ বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষ আবেদন করেছিলেন,
পরে তিতাস উপজেলা সমাজ সেবা অফিসার মহোদয় আজকে সবাইকে ওনার অফিসে ডেকে আনেন এবং সর্বদিক বিবেচনা করে বাচ্চাটি প্রথম দিন থেকে যেই মায়ের কাছে ছিলো এবং ওনার বুকের দুধ পান করেছে, ওনাকেই কাগজপত্র করে ওনার তত্বাবধানে দিয়ে দিয়েছেন।