রিপোর্টার,মোঃ আব্দুল হামিদ:-
বিশ্বজুড়ে আজ উদযাপিত হচ্ছে মহান মে দিবস। শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ আজ সকাল ৯ঃ৪০ মিনিটে গার্মেন্টস শ্রমিকদের বিভিন্ন দাবি দাবা নিয়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর কোনাবাড়ি শাখার সভাপতি মো: আশরাফুজ্জামান কোনাবাড়ি শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ এর নেতৃত্বে কোনাবাড়ি মন্ত্রী মার্কেটের সামনে থেকে শুরু করে পল্লী বিদ্যুৎ হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে কোনাবাড়ি বিসিক ১ নং গেইটে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে নেতৃবৃন্দ বলেন শ্রমিক ও শ্রমিক নেতাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং প্রথা চালু করতে হবে, মাতৃত্বকালীন ছুটি ছয় মাস দিতে হবে কটন টেক্সটাইল শিল্প সেক্টরে নিম্মতম মজুরি দ্রুত ,বাস্তবায়ন করতে হবে ও অন্যান্য দাবি দাবা নিয়ে আগামী দিনে নেতৃবৃন্দ রাজপথে শ্রমিকদের সাথে থাকার অঙ্গীকার করে সমাবেশ সংক্ষিপ্ত ঘোষণা করেন