বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে চ্যানেল আই এর ২৫তম জন্মদিন পালিত

received_7043864428977054.jpeg

মতিউর রহমান তালুকদার, পটুয়াখালী দক্ষিণ প্রতিনিধিঃ-

শনিবার ৩০ সেপ্টম্বার সকাল ১১.০৫ মিনিটে বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনের উপস্থিতিতে বেন্ড বাঝিয়ে উদ্বোধন করা হয় ২৫ বছরে চ্যানেল আইয়ের বর্ণাঢ্য আয়োজনের। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী পৈারসভা মেয়র মহিউদ্দিন আহম্মেদ, বাউফল পৈার মেয়র জিয়উল হক, বীর মুক্তিযোদ্দা সাবেক সংসদ সদস্য আলহাজ সরদার রশিদ সাহেব,বেসরকারী টেলিভিশন ৭১ এর জেলা প্রতিনিধি রিপন,পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সকল সদস্য ও নানা পেশার সাধারণ মানুষ ও বিশিষ্টজনেরা।পটুয়াখালী স্টাফ রিপোর্টার এনায়েতুর রহমান বলেন শুধু এন্টারটেইনমেন্ট নয়, ইনফরমেশনের ব্যাপারটিও চ্যানেল আই সব সময় মাথায় রেখেছে। সেই চ্যানেল আই ২৫ বছরে পড়ল। চ্যানেল আই যেন আরো অনেক বছর আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা। উল্লেখ্য, ১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে চ্যানেল আই। দু’বছর পর এদিন চালু হয় সংবাদ। আর ২০১৫ সালের ২০ এপ্রিল যাত্রা শুরু করে চ্যানেল আই অনলাইন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top