সাভার উপজেলা প্রতিনিধি,মোঃ আল আমিন :-
দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে পরাজিত হলেন দুই বারের সংসদ সদস্য। একইসাথে সাভার-আশুলিয়াবাসী নতুন মুখ হিসেবে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামকে বেছে নিল।
ট্রাক প্রতীক সাইফুল ইসলাম (ডানে) এর কাছে বড় ব্যবধানে হারলেন নৌকার ডা. এনামুর রহমান (বায়ে)। ফাইল ছবি।
ট্রাক প্রতীক সাইফুল ইসলাম (ডানে) এর কাছে বড় ব্যবধানে হারলেন নৌকার ডা. এনামুর রহমান (বায়ে)। ফাইল ছবি।
নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন
আগেই ধারণা করা হয়েছিল ঢাকা-১৯ আসনে এবার লড়াই হবে হাড্ডাহাড্ডি। নৌকা, ঈগল আর ট্রাকের মধ্যে যে কাউকে বেছে নিতে পারে জনগণ। আর এ যুদ্ধে এগিয়ে ছিল ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ ও ট্রাক প্রতীক নিয়ে লড়াই করা আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম।
২৯২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে সে বিষয়টি দেখা গেলো। নির্বাচনে সাইফুল ইসলাম ৮৪ হাজার ৪১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালুকদার মো. তৌহিদ