মো:ফিরোজ,বাউফল (পটুয়াখালী):
পটুয়াখালীর বাউফলে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের দায়ে ৫ জেলেকে আটক করা হয়েছে।সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
সিনিয়ার উপজেলা মৎস কর্মকর্তা মো. মাহাবুব আলম ঝান্টা তালুকদার বলেন, ইলিশের প্রজনন মৌসুমে নদীতে ইলিশ মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেন সরকার। ওই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে মা-ইলিশ শিকার করার দায়ে ধানদী গ্রামের মো. জসিম উদ্দিন চৌকিদার (২৩), বশির চৌকিদার (৩০), অলিপুরা গ্রামের খলিলুর রহমান (৩৬), বড় ডালিমা গ্রামের মজিুবর রহমান (৪২) ও চন্দ্রদ্বীপের চরমিয়াজান এলাকার আজিজ রাঢ়ী (৪০)কে আটক করা হয়েছে।
কালাইয়া নৌ ফাঁড়ির এসআই শহীদুল ইসলাম জানায়, নিশেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকারের অপরাধে আটককৃত জেলেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষন আইনে ৩টি পৃথক নিয়মিত মামলা রুজু করা হয়েছে।