গাজীপুরের কালীগঞ্জে  চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

download-1.jpg
মোঃ ইব্রাহীম খখন্দকার,সিনিয়র রিপোর্টার:
গাজীপুরের কালীগঞ্জে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আশরাফ শেখ (২৮) নামে এক যুবককে স্থানীয় ইউপি চেয়ারম্যান আটক করে পুলিশে সোপর্দ করে।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ৯টার দিকে কালীগঞ্জ থানার জামালপুরের দক্ষিণ নারগানা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আশরাফ শেখ একই এলাকার সোলেমান শেখের ছোট ছেলে। তিনি স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করে, ভুক্তভোগী শিশু দক্ষিণ নারগানা এলাকার বাসিন্দা।
স্থানীয়রা ও ভুক্তভোগীর মা আয়েশা বলেন, সকালে ভুক্তভোগী শিশু মেয়ে এশা (ছদ্মনাম) অন্য শিশুদের সাথে বাড়ির উঠোনে খেলা করছিলো। একপর্যায়ে অভিযুক্ত প্রতিবেশী আশরাফ ওই শিশুকে তার ঘরে ডেকে নিয়ে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা করে। সে সময় ভুক্তভোগী শিশু কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসলে আশরাফ পালিয়ে যায়। পরে ওই শিশু ঘটনার বিস্তারিত জানায়। এ ঘটনায় দুপুরে জামালপুর ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে বিকেলে গ্রাম পুলিশের মাধ্যমে অভিযুক্ত আশরাফকে আটক করে ইউনিয়ন পরিষদে আনা হয়। জামালপুর ইউপি চেয়ারম্যান খাইরুল আলমের কাছে প্রাথমিক তদন্ত ও শিশুর স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত আশরাফকে পুলিশের কাছে হস্তান্তর করেন চেয়ারম্যান।
সত্যতা নিশ্চিত করে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম বলেন, প্রাথমিক তদন্ত ও শিশুর স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরে সন্ধ্যায় অভিযুক্ত আশরাফকে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামীম মিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে ভুক্তভোগীর মা আয়েশা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে এবং ভুক্তভোগী স্বীকারোক্তিতে ৯(৪)(খ) দারায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক  ধর্ষণের চেষ্টার অপরাধে ১৩/৬৮ একটি মামলা দায়ের করা হয় এবং আটকৃত আসামী আশরাফ শেখ (২৮) কে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ যোবায়ের বলেন মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদে আশরাফকে আটক করে থানায় অবগত করলে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম মিয়ার মাধ্যমে তাকে থানায় নিয়ে আসা হয় এবং  ৯(৪)(খ) দারায় একটি মামলা রুজু করা হয়। আটকৃত আসামী আশরাফ শেখ (২৮) কে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top