শ্রীনগর প্রতিনিধি,মোঃ(শিপু):-
শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটা কেসি ইনস্টিটিউশনের প্রদান শিক্ষক নিতাই চন্দ্র দাস পদত্যাগ করেছেন। রবিবার
সকালে বিদ্যালয়টির ছাত্র-ছাত্রীদের মুখে তিনি
শারীরীক অসুস্থ্যতার কারণ দেখিয়ে পদত্যাগ
করেন। প্রত্যক্ষদশীরা জানান, সকালে অর্থিক অনিয়ম সহ নানা দুর্নীতির অভিযোগে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ফুঁসে উঠে। এসময় তাদের সাথে
প্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্ররা যোগ দেয়। সবাই
মিলে তার পদত্যাগ দাবী করেন। এসময় নিতাই
চন্দ্র দাস পদত্যাগ পত্র স্বাক্ষর করে তা ছাত্র ছাত্রীদের সামনে পাঠ করে বিদ্যালয় ত্যাগ করেন।
বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে
দায়িত্ব পালন করবেন সিনিয়র শিক্ষক নারায়ন
সরকার। সাবেক প্রধান শিক্ষক নিতাই চন্দ্র দাস ২০১৪ সালের ১০ অক্টোবর প্রধান শিক্ষক হিসাবে
যোগযান করেন। গতকাল পদত্যাগের আগে তার
বিরুদ্ধে সেচ্ছাচারিতা,আর্থিক দুর্নীতি সহ নানা অভিযোগ উঠলেও এতোদিন পার পেয়ে
যাচ্ছিলেন বলে আন্দোলন কারীরা দাবী করেন।