শ্রীলঙ্কানদের প্রেসিডেন্টের ভাষণের সমালোচনা

Gotabaya-Rajapaksa_1.jpg

শ্রীলঙ্কানরা বুধবার রাতে দেওয়া প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষের ভাষণের সমালোচনা করে বলেছে, এ ভাষণ ‘প্রকৃত সমস্যা’ সমাধানে ব্যর্থ।

গোটাবায়া জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পদত্যাগের আহ্বান উপেক্ষা করে শৃঙ্খলা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, এ সপ্তাহেই প্রধানমন্ত্রী নিয়োগসহ মন্ত্রিসভা গঠন করা হবে।

এটি ছিল গত মাসে গণবিক্ষোভ শুরু হওয়ার পর জাতির উদ্দেশ্যে গোটাবায়া রাজাপক্ষের প্রথম ভাষণ।

গোটাবায়া প্রেসিডেন্টের ব্যাপক ক্ষমতার কিছু অংশ পার্লামেন্টের কাছে হস্তান্তর করার প্রস্তাব দিয়েছেন। তবে এসব পরিবর্তনের কোনো সময়সূচি নির্ধারণ করেননি। অভূতপূর্ব অর্থনৈতিক সংকটের কারণে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদত্যাগ করার দাবি জানিয়ে আসা জনগণ বলছে তারা এতে সন্তুষ্ট নয়। 

কাবিন্দ্য থেনাকুন নামে কলম্বোর এক বিক্ষোভকারী বিবিসিকে বলেন, ‘গত ৩০ দিন আপনি কোথায় ছিলেন? মানুষের কাছে ওষুধ নেই, খাবার নেই, পুরো দেশ অচল হয়ে আছে। তিনি যে সংস্কারের পরামর্শ দিচ্ছেন তা আমাদের প্রয়োজন নয়। আমাদের এই মুহূর্তে যা প্রয়োজন তা হচ্ছে প্রেসিডেন্টের পদ থেকে তার সরে দাঁড়ানো। আমি ভেবে পাই না কেন গোটাবায়া রাজাপক্ষের তা বুঝতে পারছেন না। ‘

সূত্র: বিবিসি

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top