হোমনার কৃতি সন্তান মাহাবুব আলম ডিআইজি পদে পদোন্নতি 

FB_IMG_1652327966171.jpg
আইয়ুব আলী, হোমনা :
কুমিল্লার হোমনার  কৃতি সন্তান  মো. মাহাবুব আলম (পিপিএম বার  ও বিপিএম) ঢাকা মহানগর গোয়েন্দা  (ডিবি)  যুগ্ন- পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) থেকে ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) পদে পদোন্নতি লাভ করেছেন।  বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ  প্রজ্ঞাপনে তাকে ডিআইজি পদে  পদোন্নতি দেয়া হয়  । তিনি হোমনা  উপজেলার খোদেদাউদপুর গ্রামের মরহুম উসমান গণি সরকারের সুযোগ্য সন্তান।
জানা গেছে, মাহাবুব আলম   উপজেলার দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৭ সালে  কৃতিত্বের সহিত এসএসসি ও ঢাকা কলেজ থেকে ১৯৮৯ সালে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তিনি ১৮ তম বিসিএস সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে প্রথম চাকুরীতে যোগদান করেন।  পরে  তিনি   পুলিশ সুপার, টাংগাইল এবং বিদেশ মিশনসহ গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি দু’ দুবার পিপিএম ও বিপিএম পদক  পেয়েছেন। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top