বাংলাদেশ সেমিফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে

55656556565665.jpg

গ্রুপ পর্বের তিন ম্যাচ জিতে বি গ্রুপের সেরা হয়েই সেমিফাইনালে পা দিল বাংলাদেশ হকি দল। এশিয়ান গেমসের বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ১-০ গোলে হারিয়েছে গোবিনাথান কৃষ্ণমূর্তির দল। জয়সূচক একমাত্র গোলটি করেছেন মোহাম্মদ রাকিবুল।

গত মার্চে এএইচএফ কাপে এই সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল জিমি-আশরাফুলরা।

কিন্তু থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এই ম্যাচ জিততে বেশ বেগ পেতে হয়েছে। ম্যাচের ১৯ মিনিটে একমাত্র গোলটি করেছেন রাকিবুল। বিশ্ব র‍্যাংকিংয়ে সিঙ্গাপুর থেকে বেশ এগিয়ে থাকার পাশাপাশি শক্তি-সামর্থ্যেও এগিয়ে ছিল বাংলাদেশ। তবুও এক গোলের বেশি ব্যবধানে জিততে পারেনি। 

আগামী ১৪ মে সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনালে এ গ্রুপের রানার্সআপে সঙ্গে লড়বে বাংলাদেশ। সম্ভাব্য প্রতিপক্ষ হংকং বা থাইল্যান্ড।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top