আফগান স্কোয়াড এশিয়া কাপের জন্য ঘোষণা

IMG_20230827_172846.jpg

দিন প্রতিদিন ডেস্ক :

আগামী ৩০ আগস্ট পর্দা উঠবে এশিয়া কাপের এবারের আসরের। সেই টুর্নামেন্টের জন্য আজ ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। অধিনায়কের দায়িত্বে রয়েছেন হাসমতউল্লাহ শহিদীই।

এশিয়া কাপের এবারের আসরে প্রথম রাউন্ডে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ছয়টি দল।

দলগুলো হলো পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও আফগানিস্তান। আফগানিস্তান খেলবে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও বাংলাদেশ। দুটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে সুপার ফোরে। সেখান থেকে শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

১৭ সেপ্টেম্বর কলম্বোয় ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এশিয়া কাপের।
আফগান স্কোয়াড : হাসমতউল্লাহ শহিদী (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল, করিম জানাত, গুলবাদিন নাঈব, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, শরিফুদ্দিন আশরাফ, ফজল হক ফারুকী, আবদুর রহমান ও এস সাফি।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top