আব্দুস সালাম হাওলাদার:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ডের বাকের আলী ফকিরের টেক মোড় এলাকায় বুধবার দিবাগত রাত ২ ঘটিকায় ট্রান্সফরমারের তারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায় । আগুনের ফুলকি পড়ে পুড়ে ছাই হয়ে যায় তিনটি দোকান ।
আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে এসে দোকান মালিকগন ফায়ার সার্ভিসকে খবর দেয় । ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় একঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে । দোকান মালিকদের ভাষ্যমতে প্রায় ১৫ / ২০ লক্ষ টাকার মত মালামাল পুড়ে গেছে বলে জানান।
দোকান মালিক অমল বাবু জানান, প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাসায় চলে যাই,
রাত ২:১৫ মিঃ এর সময় খবর পাই দোকানে আগুন লেগেছে, খবর পেয়ে দ্রুত ছুটে আসি এবং আগুন নির্বাপন যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি এবং ফায়ার সার্ভিস কে খবর দেই,