চট্টগ্রাম সিটি আগুনের ফুলকি পড়ে তিন দোকান পুড়ে ছাই।

orca-image-1925537281.jpeg

আব্দুস সালাম হাওলাদার:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ডের বাকের আলী ফকিরের টেক মোড় এলাকায় বুধবার দিবাগত রাত ২ ঘটিকায় ট্রান্সফরমারের তারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায় । আগুনের ফুলকি পড়ে পুড়ে ছাই হয়ে যায় তিনটি দোকান ।

আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে এসে দোকান মালিকগন ফায়ার সার্ভিসকে খবর দেয় । ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় একঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে । দোকান মালিকদের ভাষ্যমতে প্রায় ১৫ / ২০ লক্ষ টাকার মত মালামাল পুড়ে গেছে বলে জানান।

দোকান মালিক  অমল বাবু জানান, প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাসায় চলে যাই,

রাত ২:১৫ মিঃ এর সময় খবর পাই দোকানে আগুন লেগেছে, খবর পেয়ে দ্রুত ছুটে আসি এবং আগুন নির্বাপন যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি এবং ফায়ার সার্ভিস কে খবর দেই,

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top