স্টাফ রিপোর্টার:-
হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের অভিযানে অদ্য ৩০ নভেম্বর ১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর থানায় দায়ের করা সিআর-১৬৪/১৫ ধারা মতে যৌতুক নেরুদ আইনের ০৪ এর ০১ এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
আদালত আসামিকে ৫০০০ টাকা জরিমানা পূর্বক এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপর মামলায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানা করা হয়।এরপর থেকে আসামি পালিয়ে বেড়াচ্ছিল।
গ্রেফতারকৃত আসামি মাধবপুর উপজেলার বেজোড়া গ্রামের বালির পুত্র বলে জানা যায়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন জানান, আসামিকে বিজ্ঞ আদালতের সুপর্দ করা হয়েছে।