স্টাফ রিপোর্টার:-
রোজ শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ তারিখে বান্দরবান পার্বত্য জেলার পুলিশ লাইন্সে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় মোট ১১ জন প্রার্থী নির্বাচিত হন। উত্তীর্ণ সকল প্রার্থীদের অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা জানান বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোঃ শহিদুল্লাহ কাউছার পিপিএম (বার) হোসাইন মোঃ রায়হান কাজেমী পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং নিয়োগ বোর্ডের সদস্য জনাব মোহাম্মদ ইব্রাহীম অতিরিক্ত পুলিশ সুপার, নোয়াখালী জেলা, মোহাম্মদ বেলায়েত হোসেন-পিপিএম সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল), রাঙ্গামাটি পার্বত্য জেলা।
এসময় পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা বলেন, “”আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে আজ চাকরিতে নির্বাচিত হওয়ায় খুবই আনন্দবোধ করছি”। পরিশেষে তারা বান্দরবান পার্বত্য জেলা পুলিশ কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ সুপার বলেন, স্বচ্ছ, মেধা, যোগ্যতার এবং প্রতিযোগিতার ভিত্তিতে আজ টিআরসি নিয়োগ পরীক্ষা সেপ্টেম্বর-২০২৪ সম্পন্ন করে মোট ১১ জন প্রার্থী নির্বাচিত হন । আজ যারা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন তাদেরকে অবশ্যই সততা, নিষ্ঠার এবং দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জনগণের সেবা করতে হবে।
এসময় নিয়োগ বোর্ডের সদস্যগণসহ বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।