মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা,(পটুয়াখালী):-
পটুয়াখালীর গলাচিপায় দাফনের ৩৫ দিন পর মানসুরা (২৬) নামের এক নারীর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের নির্দেশে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রামর্দন গ্রামের স্বামীর বাড়ি থেকে তার লাশ উত্তোলন করা হয়। এসময় ওই বাড়িতে ভীড় জমায় হাজারো মানুষ। পরে মানসুরার লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়।
গত ১৭ আগষ্ট স্বামী পারভেজ হাওলাদারের বাড়িতে এক সন্তানের জননী অন্তস:ত্তা মানসুরার মৃত্যু হয়। এ ঘটনায় মেয়েকে হত্যার অভিযোগে গত ০৮ সেপ্টেম্বর মানসুরার মা নিলুফা বেগম পটুয়াখালী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পারভেজ সহ ৪ জনে নামের একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে লাশ উত্তোলনের আদেশ প্রদান করেন।