মুজিববর্ষ উপলক্ষে চকরিয়ায় ভূমিহীনদের মধ্য ঘর ও চাবি হস্তান্তর এবং দলিল হস্হাম্তর।

received_593315055530694.jpeg

সুমন কান্তি দাশ, ষ্টাফ রিপোর্টার:
মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না- এ স্লোগানে দেশের অন্যান্য উপজেলার মতো চকরিয়া উপজেলায় ৪০ পরিবারকে ঘর ও চাবি ও জমির দলিল ও খতিয়ান বুঝিয়ে দেওয়া হযেছে। ।এ উপলক্ষে উপজেলা পরিষদ মোহনায় ঘর বিতরন অনুষ্টিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জেপি দেওয়ান। প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন চলরিয়া পেকুয়ার সাংসদ জাফর আলম, বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদি, সহ বিভিন্ন সরকারী কর্মকর্তা, উপস্হিত ছিলেন।
ইতোমধ্যে দুইটি পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ৪৩০ টি তৃতীয় পর্যায়ের ২১০ টি সহ মোট ৬৪০টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। আজ ২১ জুলাই ৪০ পরিবারের মাঝে পূর্ববড়ভেওলা ও ডুলাহাজারা নির্মিত আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো তুলে দিয়ে সর্বমোট ৬৮০ টি ঘর হস্তান্তর করা হলো।
উল্লেখ্য যে ডুলাহাজারা মালুমঘাট সড়ক দূর্ঘটনায় নিহত ও আহত ০৮ পরিবারে মাঝে মুজিববর্ষ ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। পর্যায়ক্রমে যাচাই-বাচাই করে চকরিয়া উপজেলার সকল ভূমিহীন ও গৃহহীন মাঝে ঘর বরাদ্দ দেওয়া হবে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top