স্টাফ রিপোর্টার, ডেভিড সাহা:
গত০৯/০৭/২০২৪ই তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম Facebook এর বান্দরবানবাসী পেইজ এ ওএমএস ডিলার বিমল কান্তি দাশ এর বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট তর্থে তিব্র নিন্দা জানান তিনি
বান্দরবান বাজার ৪নং ওর্য়াডের ওএমএস কেন্দ্র ২০২৪-২৫ অর্থবছরের জন্য গত ০৪/০৭/২০২৪ই তারিখ থেকে প্রতিদিন ০১(এক) মে,টন চাল ও ১(এক)মে,টন আটা বিক্রি করা হয়।প্রতিদিন সকাল ০৯টা হইতে বিকাল ৫টা পর্যন্ত (দৈনিক বরাদ্দের বিক্রিয় সাপেক্ষে ওএমএস বিক্রিয় কার্যক্রম চলমান থাকে) ওএমএস এর দোকানে প্রচুর ভোক্তা চাল/আটা ক্রয়ের জন্য জনসমাগম হয়। কেন্দ্র টি বান্দরবান বাজার এলাকা হওয়ার বাজারের চারপাশের লোকজন প্রতিদিন চাল/আটা স্বল্পমূল্য ক্রয়ের জন্য প্রচুর ভীর করে থাকেন। প্রতিদিন প্রায়ই সকাল ১১:৩০ মিনিটের মধ্যে চাল ও আটা বিক্রয় শেষ হয়ে যায় বেশিরভাগ ভোক্তা চালও আটা ক্রয়ের জন্য সকাল ৭:০০ টার আগে থেকেই প্রতিদিন লাইনে দাঁড়িয়ে থাকেন। আবার অনেক ভোক্তারা লাইনে না দাঁড়িয়ে লাইন অমান্য করে চাল/আটা নিতে চাইলে তাদের মধ্যে প্রায় সময় ঝগড়াঝাটি হয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়।ফলে ওএমএস ডিলার বিমল কান্তি বিক্রয় কেন্দ্রের শৃঙ্খলা আনায়নের জন্য লাইন অমান্য কারীদের লাইন ঠিক রেখে চাল/আটা নেওয়ার জন্য মাঝে মধ্যে অনুরোধ জানায় যাতে করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে
এমতাবস্হা সামাজিক যোগাযোগ মাধ্যম Facebook এর “বান্দরবানবাসী”পেইজ-এ- জনৈক ব্যক্তি ওএমএস ডিলারের ব্যক্তিগত আক্রোশ বা কারোর প্ররোচনায় তার ভাবমূর্তি /সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্য প্ররোচনা করেছেন বলে জানান তিনি তবে উক্ত বিষয় টি নিয়ে পোস্ট দাতার সাথে যোগাযোগ করার জন্য উনার মুঠোফোন বারবার কল করলে তাহার মুঠোফোন সংযোগ পাওয়া যায় নি।