মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল টু্র্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে৷ সিরাজদিখান প্রেসক্লাব কর্তৃক শনিবার সকাল ১০ টায় উপজেলার কুসুমপুর জাগরনী সংসদ খেলার মাঠে আয়োজিত উক্ত ফুটবল টুর্ণামেন্টে সিরাজদিখান প্রেসক্লাবের লাল ও সবুজ দল অংশগ্রহণ করে। ৩০ মিনিটের উক্ত টুর্ণামেন্টে সবুজ দলকে ২-০ গোলে পরাজিত করে লাল দল বিজয়ী হয়। প্রীতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার। সিরাজদিখান প্রেসক্লাবের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম তানভীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান থানার ওসি একেএম মিজানুল হক, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার। খেলা শেষে বিজয়ী সবুজ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম তানভীর।