নিখোঁজ মাকে ফিরে পেতে ছেলের আকুতি

Messenger_creation_1194765258289429.jpeg

শ্রীনগর প্রতিনিধি,মোঃশিপু:-

আকলিমা বেগম নামে নিখোঁজ এক মাকে খুঁজে পেতে ছেলে আকুতি করেছেন। তিনি গত ২৮ অক্টোবর ২০২৪ খ্রী: সোমবার সকালে ঢাকার কামরাঙ্গীরচর এলাকার ঝাউলাহাটি থেকে নিখোঁজ হন।
নিখোঁজ আকলিমা বেগম মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের ফুলহার গ্রামের মৃত মোহাম্মদ আলী সরদারের কন্যা ও আব্দুল রফিকের স্ত্রী। এ বিষয়ে কামরাঙ্গীরচর থানায় সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে। জিডি নং—১৬১৯।
পুত্র মো. রতন জানান, গত সোমবার সকাল ৭ টার দিকে কাউকে কিছু না বলে তার মা বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেননি। তার মা মানসিকভাবে অসুস্থ। আত্মীয়—স্বজনসহ পরিচিত সব জায়গায় মায়ের সন্ধান করেছি। পরে ৩০ অক্টোবর ২০২৪ খ্রী: কামরাঙ্গীরচর থানায় জিডি দায়ের করি। মোঃ রাসেল জানান, সম্ভব্য সব জায়গায় আমার শ্বাশুরী মাকে খুজেছি কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। যদি কোন ব্যক্তি তার সন্ধান পান তাহলে বিনীতভাবে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করছি। যোগাযোগ, ০১৮১৯০৪০৮৪২, ০১৮৭৬৯১০৮৪০।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top