দৈনিক দিনপ্রতিদিন পত্রিকার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

274080228_1429111754185050_6681679003351492541_n.jpg

মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টারঃ দৈনিক দিনপ্রতিদিন পত্রিকার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। জাতীয় দৈনিক দিনপ্রতিদিন পত্রিকার পারিবারিক বার্ষিক বনভোজন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ৪ই মার্চ ঢাকার অদূরে গাজীপুর পিকনিক স্পট সাবাহ্ গার্ডেনে জাঁকজমক পূর্ণভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনভর আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেয়েদের চেয়ার সেটিং, পুরুষদের হাঁড়িভাঙ্গা, বাচ্চাদের বাস্কেট বল প্রতিযোগিতা, র‍্যাফেল ড্রসহ বিভিন্ন আনন্দ-উল্লাসে মেতে ওঠেন অত্র পত্রিকার সাংবাদিকত ও পরিবার পরিজনরা।

এদিন সকাল ৮টায় যাত্রাবাড়ী নুর কমিউনিটি সেন্টারের সামনে থেকে ১৫০ জন সাংবাদিকসহ অতিথিদেরকে নিয়ে গাজীপুর পিকনিক স্পট সাবাহ্ গার্ডেনের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছে বিভিন্ন অনুষ্ঠান, দুপুরের খাবার গ্রহণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শেষে বিজয়ীদের মধ্যে মোবাইল সেট,ডিনার সেট, শাড়ি, হটপট, মগসহ বিভিন্ন পুরস্কারসামগ্রী তুলে দেন দৈনিক দিনপ্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম, শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল লতিফ বিএ, বিএফইউজের নির্বাহী সদস্য সাংবাদিক জাকির হোসেনসহ ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top