ক্যাটরিনা গর্বিত যে কারনে

Screenshot_20231012_161221.jpg

দিন প্রতিদিন ডেস্ক :
বলিউডে মুক্তি পাচ্ছে ‘টাইগার থ্রি’। ছবির প্রচারের জন্য দুই তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ দুজনেই ব্যস্ত সময় পার করছেন। আগামী ১৬ অক্টোবর আসতে চলেছে টাইগার থ্রির ট্রেলার।
প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম নারী গোয়েন্দা ক্যাটরিনা কাইফ। ব্লকবাস্টার ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজিতে ‘জোয়া’ চরিত্রে দেখা যায় তাকে। এ রকম এক চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে গর্বিত বোধ করেন এই বলিউড নায়িকা।
গত মঙ্গলবার এ ছবির ক্যাটরিনার একক পোস্টার মুক্তি পেয়েছে। এই পোস্টারে তিনি অ্যাকশন অবতারে ধরা দিয়েছেন।
পোস্টার প্রকাশের পর এক বিবৃতিতে ক্যাট জানিয়েছেন, এবার পর্দায় ‘জোয়া’ হয়ে ওঠা তার জন্য চ্যালেঞ্জিং ছিল। চরিত্রের মতো হয়ে নিজের শরীরকে রীতিমতো ভাঙাচোরা করতে হয়েছে।
ক্যাটরিনা বলেন, ‘স্পাই ইউনিভার্সের প্রথম নারী গোয়েন্দা জোয়া। এই চরিত্রে অভিনয় করতে পেরে আমি গর্বিত। সে উগ্র, তবে সাহসী আর কাজের প্রতি নিবেদিত। জোয়া বিশ্বস্ত ও সৎ; সবচেয়ে বড় কথা—সে সব সময় মানবতার পক্ষে দাঁড়ায়।’
বিবৃতিতে তিনি আরও বলেছেন, ‘যশরাজের স্পাই ইউনিভার্সে জোয়ার সঙ্গে আমার এই ভ্রমণ সত্যি অবিশ্বাস্য। প্রতিটা ছবিতে নিজেকে নিজেই পরখ করে দেখেছি। “টাইগার ৩”-এর সময় তার ব্যতিক্রম হয়নি। আমরা এবার চেয়েছিলাম, অ্যাকশনের দৃশ্যগুলোকে পরের পর্যায়ে নিয়ে যেতে। তাই আমি শরীরের ওপর নানা অত্যাচার করেছি। দর্শক তা ছবিতে দেখতে পাবেন। শারীরিকভাবে এই ছবিটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জিং ছিল।’
ছবিতে অ্যাকশনের প্রসঙ্গে ক্যাটরিনা বলেছেন, ‘অ্যাকশন করতে আমি সব সময় রোমাঞ্চ অনুভব করি। আমি বরাবরই অ্যাকশন ঘরানার ছবির ভক্ত। আর তাই এই চরিত্রে অভিনয়—আমার অনেক বড় স্বপ্নপূরণ। মুক্তির পর চরিত্রটি নিয়ে সবার প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’
প্রসঙ্গত, টাইগার থ্রি যশ রাজ ফিল্মসের ওজি স্পাই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। দীপাবলিতে মুক্তি পাবে এটি। ছবিটি পরিচালনা করেছেন মনীশ শর্মা ও চিত্রনাট্য লিখেছেন আদিত্য চোপড়া।
এদিকে টাইগার থ্রি নিয়ে বড় খবর সামনে এসেছে। জানা যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেট মাঠেও শোনা যাবে ‘টাইগার’ সালমানের গর্জন। শোনা যাচ্ছে, এটা নিয়ে যশরাজ ফিল্মসের সঙ্গে স্টার স্পোর্টস চ্যানেল কর্তৃপক্ষের একটা বড় চুক্তি হয়েছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top