বান্দরবানে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

received_273424689177236.jpeg

ডেভিড সাহা,স্টাফ রিপোর্টার:-

বান্দরবানে ১০ বছরের এক মাদ্রাসা ছাত্রকে জোর করে বলাৎকারের ঘটনায় আটক করা হয়েছে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে।

অভিযুক্ত শিক্ষক এর বাড়ি কক্সবাজার জেলার রামু টেক পাড়ার স্থানীয় বাসিন্দা আবদুল মোতালেব এর পুত্র।ভিকটিম ছাত্র বান্দরবান ইসলামীয়া শিক্ষা কেন্দ্রের নাজেরা বিভাগের আবাসিক ছাত্র।

রোজ রবিবার ( ৩ মার্চ) সকালে ভিকটিমের মামা মোঃ আবুল খায়ের মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে তার দুলাভাই ভিকটিমের পিতা দিদারুল আলম তাকে সকালে ফোনে মাদ্রাসায় আসতে বলেন সমস্যার কথা বলে।

ভিকটিমের মাধ্যমে তারা জানতে পারে গতকাল রাত(প্রায়) এগারোটার সময় মাদ্রাসার অভিযুক্ত শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আনোয়ার ভিকটিম কে রাতে ঘুমন্ত অবস্থায় শৌচাগারে নিয়ে বলাৎকার করে মাদ্রাসায় আটকে রাখে।

পরে খবর পেয়ে সকাল ৭ টায় ভিকটিমের পিতা দিদারুল আলম এবং থানা পুলিশ মাদ্রাসায় গিয়ে তার পুত্রকে উদ্ধার করে এবং অভিযুক্ত শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আনোয়ার(৪০) কে আটক করে থানায় নিয়ে আশে।

ভিকটিমের ভাষ্যমতে একাধিকবার জোরপূর্বক বলাৎকারের ঘটনা ঘটলেও সে ভয়ে ও আতংকে জানায় নি পরিবারের কাউকে,পরে মাদ্রাসার নিজের সহপাঠীদের বিষয়টি জানালে তারা তাকে পরিবারকে জানানোর জন্য পরামর্শদেয় সে তার সহপাঠীদের পরামর্শ অনুযায়ী তার পিতাকে বিষয়টি সম্পর্কে জানায়।

এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে ভিকটিমের পিতা দিদারুল আলম বলেন ইতিপূর্বেও এ ধরনের ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি,আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে সকালে অভিযোগের প্রেক্ষিতে আটক করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান আছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top