ডেভিড সাহা,স্টাফ রিপোর্টার:-
বান্দরবানের রুমা উপজেলা ৪ মার্চ রোজ সোমবার সকালে রুমা সদর ইউনিয়নের নাজেরাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিংএ খুমি রুমা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ক্যতাই পাড়া গ্রামে কু হই খুমি’র মেয়ে।
আহতরা হলেন- প্রুসা অং মার্মা (৫৫), থোয়াই সা মং মার্মা(৫৫) ও মংসিং ওয়ং মার্মা(২৫)। তারা একই ইউনিয়নের শামাখাল পাড়ার বাসিন্দা
সূত্রে জানান, আজ সকালে রুমা উপজেলা শামাখাল পাড়া গ্রামবাসীরা জিপে(চান্দের গাড়ি) করে রুমা বাজারে যাচ্ছিলেন। পথে নাজারাট পাড়া এলাকায় পৌঁছলে চান্দের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশে থাকা দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ছিটকে পড়ে লিংএ খুমি নামে এক নারী নিহত হয় এবং এ ঘটনায় আরও তিনজন আহত হন। তাদের উদ্ধার করে রুমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।
রুমা ২নং সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈমং মার্মা (শৈবং) জানান, রুমা বাজারে উদ্দেশ্য আসার সময় চান্দের গাড়ি টি নিয়ন্ত্রণ হারায়।
রুমা থানার ওসি শাহজাহান বলেন, এ ঘটনায় মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।