ভারতে মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল

received_611895000276999.jpeg

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও মা আয়শা কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার কটূক্তির প্রতিবাদ ও রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মুন্সীগঞ্জের চরমুক্তারপুর জামে মসজিদ কমিটি। শুক্রবার বাদজুমা চরমুক্তারপুরের কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় মুসুল্লিরা শ্লোগান দিয়ে বিজেপির সরকারের প্রতি তীব্র নিন্দা জানান। রাষ্ট্রীয়ভাবে ভারত সরকারকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি সকল ভারতীয় পণ্য বয়কট করার আহ্বান জানান ।

উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নুপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন।#

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top