বান্দরবান লামা উপজেলা সাংবাদিক ফোরাম’র দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন :মিন্টু সভাপতি সাধারণ সম্পাদক হাশেম।

Messenger_creation_969523211655565.jpeg

স্টাফ রিপোর্টার:-

বান্দরবানের লামা উপজেলা সাংবাদিক ফোরাম এর দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৫-২৬)সভাপতি পদে দৈনিক গণমুক্তি পত্রিকার লামা প্রতিনিধি নূর মোহাম্মদ মিন্টু, সাধারণ সম্পাদক পদে দৈনিক আলোকিত সকাল পত্রিকার মোঃআবুল হাশেম ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নাগরিক ভাবনার বান্দরবান জেলা প্রতিনিধি মোঃ জাহিদ হাসান।
রোজ বুধবার (১৮ ডিসেম্বর’২০২৪) লামা সাংবাদিক ফোরাম এর অফিসে বিকাল ৩টা থেকে সম্পূর্ণ গণতান্ত্রিক নিয়মে গোপন ব্যালটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
পরে ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন পরিচালনা কনিটির সভাপতি সাংবাদিক মোঃ শাহনেওয়াজ। অপর দুই সদস্য হলেন, সাংবাদিক ফরিদুল আলম বাবলু ও বিপ্লব দাশ।
এদিকে নির্বাচন শুরু হওয়ার পর থেকে প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক আনন্দ উল্লাস প্রত্যক্ষ করা গেছে। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন বিভিন্ন পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করার পর পরবর্তী অভিষেক অনুষ্ঠানে অন্যান্য সদস্যগণ একে একে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবনির্বাচিত নেতৃবৃন্দদের করতালি, ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া,সাংবাদিক ওসমান গনি, তানফিজুর রহমান, কামরুজ্জামান, ফরিদ উদ্দীন, নুরুল করিম আরমান, বশির আলম, মোঃকামাল উদ্দীন,আবু তৈয়ব, বেলাল আহমেদ, আনোয়ার,খগেশচন্দ্র খোকন, ইলিয়াস সানি, সুমন,সুজন,শফিক,আলমগীর প্রমুখ সাংবাদিক বৃন্দ।
নবনির্বাচিত বিজয়ী প্রার্থীরা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন পরিচালনা কমিটিসহ ফোরামের সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top