বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের পক্ষে শহীদ আবু সাঈদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

Messenger_creation_1677741316353125.jpeg

মোঃ সোহেল রানা:-

রংপুর জেলা কমিটি আজ শুক্রবার দুপুরে ১১ টায় রংপুর জেলার  পীরগঞ্জ থানার বাবনপুর (জাফর পাড়া)  বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাঈদের নিজ গ্রামের শ্রদ্ধা নিবেদন করেন। ফেডারেশনের রংপুর বিভাগীয় সমন্বয়ক জনাব মো: আবু সাঈদ মিয়া (সুজন),এ সময় তিনি বলেন, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। গত ১৬ জুলাই পুলিশের গুলিতে তিনি নিহত হয়। এই জঘন্যতম  হত্যার আমি বিচারের দাবি জানাই। তিনি এ সময়ে আরো বলেন,তার এই আত্মত্যাগের বারুদ ছড়িয়ে পড়ে সারা দেশের ছাত্র-জনতার বুকে। অসহযোগ আন্দোলনে পতন হয় শেখ হাসিনার সাম্রাজ্যের। শহীদ আবু সাঈদ প্রমাণ করেছে এদেশের ছাত্ররাই সব সময় বুকের তাজা রক্ত দিয়ে দেশের মান অক্ষুন্ন রেখেছে। এ সময় বক্তব্য রাখেন দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভূঁইয়া। তিনি এ সময় বলেন শহীদ আবু সাঈদের ঋণ আমরা কখন শোধ করতে পারব না। তবে অবশ্যই আবু সাঈদ কে দেখে  এ  জাতিকে শিক্ষা নেওয়া উচিত।
উপস্থিত ছিলেন মওলানা কেরামত আলী কলেজের জনাব মো: এরশাদুল হক,মাহিগঞ্জ কলেজের জনাব মো: আনোয়ার সাহেব, পীরগঞ্জ থেকে চত্রা ডিগ্রী কলেজের জনাব মো আরাফাত রহমান, নাহরাইন জান্নাত, পীরগঞ্জ মহিলা কলেজের তাজেদুর রহমান ছাড়াও আরও অনেকে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top