স্টাফ রিপোর্টার,রেজওয়ান রহমান:-
লক্ষ্মীপুর জেলা আনসার কমান্ড্যান্ট এর কার্যালয় সামনে লক্ষ্মীপুর জেলার সকল আনসার সদস্য মিলে এক দফা এক দাবি জাতীয়করণের উদ্দেশ্যে শান্তিপূর্ণ আন্দোলন করেছে ২৪ আগস্ট ২০২৪ তারিখ বিকেল ৪টায়
সকল স্মার্ট কার্ড পাওয়া আনসার সদস্যদের জাতীয়করণ করা এবং তাদের রেশনের টাকা যেন কর্তন না করা হয় এই দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করেছে।
উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আনসার কমান্ডার (মোঃ সোহাগ পারভেজ) তিনি বলেন আনসারদের এই দাবি তিনি গ্রহণ করেছেন এবং তার উত্তর কর্মকর্তার নিকট একটি চিঠি পাঠানো হয়েছে। যেহেতু তার হাতে কিছুই নেই সেহেতু উর্ধ্বতর্ম কর্মকর্তার আদেশ আসা পর্যন্ত আনসার বাহিনীদের তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে যাওয়ার আহ্বান জানিয়েছে। এবং তিনি আনসার সদস্যদের সাথে আন্দোলনের রেলিতে অংশগ্রহণ করেন।