ইমদাদুল ইসলাম,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:-
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় সরকারী আশ্রয়ণ প্রকল্প
ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন সিলেটে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ।
বৃহস্পতিবার (১১’মে) সকালে মাধবপুর উপজেলা হলরুমে বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় সভা শেষে বরুড়া
সরকারি আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করে প্রকল্পের ছেলে মেয়েদের বিনা বেতনে পড়াশুনা
করার আশ্বস্ত করেন। পাশাপাশি ছেলে মেয়েদের খেলাধুলার জন্য একটি ফুটবল উপহার দেন।
দুপুরে ধর্মঘর ইউনিয়ন পরিষদে এক মতবিনিময় সভায় বিভিন্ন খাতে ট্যাক্স আদায়ের বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। এর আগে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা।
এসময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রাহাত বিন কুতুব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দ্বিজেন্দ্র চন্দ আচার্য, ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান মো: ফারুক আহমেদ পারুল।
পরে বিকালে হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান এবং সেখানে
স্কুলের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে কাব ড্রেস ও টিফিন বক্স বিতরণ শেষে বৃক্ষরোপন করেন। এসময় -প্রধান শিক্ষিকা মোসাম্মৎ জাহেদা বেগমসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা-গণ উপস্থিত ছিলেন।