দিন প্রতিদিন ডেক্স:-
একটা সময়ে ভালোবাসার জোয়ারে ভেসেছেন চিত্রনায়িকা পরীমণি আর চিত্রনায়ক শরীফুল রাজ। প্রায়ই তাদের রোমান্টিক ছবি আর ভিডিওতে তোলপাড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু নায়িকাদের সাথে রাজের আপত্তিকর কথাবার্তার ভিডিও ফাঁসের পর টানাপোড়েন শুরু হয় রাজ-পরীর সংসারে। এখন তাদের সংসার অনিশ্চয়তায়। এর মধ্যেই রাজ্যের অভিমান নিয়ে পরীমণি বললেন, রাজের জন্য তার ভালোবাসার দরজা বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার, ১০ আগস্ট ছিল রাজ-পরীর সন্তান রাজ্যের প্রথম জন্মদিন। এদিন সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে রাজ্যের জন্মদিনের জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যেই জানা যায়, আগের দিন রাতে পরীমনির বাসায় যান রাজ। এসময় ছেলেকে দেখতে দিলেও নিজে দেখা দেননি পরীমণি। রাজ বাসায় ঢোকার পর নিজের ঘরে দরজা লাগিয়ে বসে থাকেন পরীমণি।
পরে এ বিষয়ে গণমাধ্যমে পরী বলেন, গতকাল (১০ আগস্ট) রাতে এসেছিল রাজ। ছেলের সঙ্গে সময় কাটিয়ে চলে গেছে। আমার সাথে কোনো কথা হয়নি, দেখাও হয়নি। আমার সাথে দেখা হওয়ার কিছু নেই। ওর সঙ্গে তো আমার সম্পর্কই নেই। সম্পর্ক থাকলে তো বাবুর জন্মদিনের অনুষ্ঠান আয়োজনে তাকে পাশে পেতাম।
পরী আরও বলেন, রাজ বাসায় যখন এসেছিল, তখন আমি আমার ঘরের দরজা বন্ধ করে বসেছিলাম। সে চেষ্টা করেছে আমার সাথে কথা বলার জন্য, আমি বলিনি। কারণ তার জন্য আমার ভালোবাসার দরজা বন্ধ হয়ে গেছে। ছেলের সঙ্গে তার সম্পর্ক, আমার সঙ্গে নয়। অনেক সহ্য করেছি, আর নয়।