সর্বশেষ

অসহায় পরিবারের বাসস্থান নির্মানে সহায়তার হাত বাড়ালেন সোমা

received_596642452356146.jpeg

মো: জহিরুল ইসলাম (পাশা) :

কুমিল্লা হোমনা উপজেলা মহিলা লীগ নেত্রী জয়িতা পুরস্কার প্রাপ্ত হরিপুর গ্রামের কৃতি সন্তান সমাজ সেবিকা মোসামৎ শিউলি আক্তার সোমা এবং তার সাথে আরো দুইজন মানব সেবিকা যৌথ ভাবে একটি অসহায় পরিবারের মাঝে ১০ফুটি টিনের ঘর নির্মানের জন্য টিন উপহার দেন । এ সময় শিউলি আক্তার সোমা বলেন আমি সবসময় ধারাবাহিক ভাবে মানব সেবায় নিজকে নিয়োজিত রাখতে চাই। আজকে এ অসহায় পরিবারের পাশে আমরা তিন জন সহায়তার হাত বাড়িয়েছি আসুন আপনারাও সহযোগীতার হাত বাড়ান আপনার আশে পাশে অসহায় পরিবার থাকলে একক ভাবে না পারেন কয়েকজন মিলে যৌথ ভাবে সহযোগিতা করুন। আজ টিন উপহার দেওয়ার সময় আমার সাথে উপস্থিত ছিলেন আমার বান্ধবী জেসমিন।।
এ ছাড়াও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোসামৎ শিউলি আক্তার সোমার নিজ অর্থায়নে একটি গরু ক্রয় করে হোমনা পৌরসভা ১,২,৩ নং ওয়ার্ডের অসহায়দের বাড়ী বাড়ী গিয়ে গোস্ত উপহার দিয়ে ছিলেন।
করোনা কালীন সময় দৈনিক কর্মজীবী মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে ছিলেন নিজ অর্থায়নে শীত বস্ত্র বিতরন করে ছিলেন। এলাকায় এখন মানবিক শিউলি আক্তার আলো নামেই পরিচিত।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *