অফিস ডেস্ক :
১৩ জুলাই ২০২৩ ইং # ঢাকার ইস্কাটন রোডে, বিয়াম ফাউন্ডেশনের মেঘনা হলে, ১৩ জুলাই ২০২৩ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ধূমপন মুক্ত সমাজ গড়তে সাংবাদিকদের করণীয় শিক্ষক কর্মশালা আয়োজন করেন বাংলাদেশ ব্লাইন্ড মিশন। কর্মশালায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত প্রায় ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠিত কর্মশালার সভাপতি জুয়েল আহমেদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ ব্লাইন্ড মিশন এর কর্মকর্তা বৃন্দ সমাজে ধূমপানের ক্ষতিকারক দিকগুলো সাংবাদিকদের মাঝে তুলে ধরেন । পরবর্তীতে ধূমপান বন্ধের সাংবাদিকদের করণীয় বিষয়ে মিডিয়াকর্মীদের কাছ থেকে মতামত নেন।
কর্মশালার প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার এ এইচ এম মুস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোজাম্মেল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এক্সিকিউটিভ প্রডিউসার নায়লা পারভিন পিয়া, মহামারী বিশেষজ্ঞ মোঃ শামসুল ইসলাম, ফরিদা সুলতানা, উম্মে কায়সার সুমনা প্রমুখ। কর্মশালা শেষে সাংবাদিকদের মাঝে বিভিন্ন লিফলেট ও উপ-সামগ্রী বিতরণ করেন এবং মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন।