স্টাফ রিপোর্টার,ইমদাদুল ইসলাম:-
মাধবপুর উপজেলার হরষপুর-শিবরামপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ
খলিলুর রহমান (৭৫)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
শুক্রবার রাত ৯টার সময় তাকে উপজেলার
হরষপুর মাদ্রাসা সংলগ্ন মসজিদের মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.রাহাত বিন কুতুব,
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা জারু মিয়া, ফুল মিয়া, রহম আলি,
ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সোহাগ প্রমুখ।
তিনি স্ত্রী ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনো-গ্রাহী রেখে গেছেন।