মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছামতি নদীর পানিতে ডুবে নিখোঁজের একদিন পর শুক্রবার ১৯ এপ্রিল সকাল ৮ টার দিকে জামিল আম্মেদ শুভন (১৬)এর লাশ উদ্ধার করেছে ডুবুরির দল। জামিল ঢাকা জেলার চকবাজার থানার বকশীবাজার এলাকার জামাল উদ্দিনের পুত্র ও বকশীবাজার একটি স্কুলের দশম শ্রেনীর ছাত্র।
সিরাজদিখান থানার শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.নাসির উদ্দিন ও চিত্রকোট ইউপি চেয়ারম্যান সামছুল হুদা বাবুল জানান,বৃহস্পতিবার নিহত জামিল আহম্মেদ শুভনের দুই ভাই বোন ও ৩ বন্ধুসহ ৫জন মিলে উপজেলার চিত্রকোট ইউনিয়নের কামারকান্দা গ্রামে ফুফু ফারজানা বেগমের বাড়ী বেড়াতে আসে। বিকাল ৪ টার দিকে সবাই মিলে বাড়ীর পাশে ইছামতি নদীতে গোসল করতে নেমে সাতার না জানার কারনে জামিল পানিতে তলিয়ে যায়। শুক্রবার ১৯ এপ্রিল সকাল ৮ টার দিকে ডুবুরি দলের চেষ্ঠায় লাশ উদ্ধার করা হয়।পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কিশোরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।