পটুয়াখালী সদর আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

received_1281683919174743.jpeg

মতিউর রহমান তালুকদার, পটুয়াখালী জেলা দক্ষিণ প্রতিনিধিঃ পটুয়াখালী সদর আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন পটুয়াখলী-১ আসনে আওয়ামীলীগ থেকে
নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার।
আজ শুক্রবর সকাল ১০ টায় পটুয়াখালী জেলা মাস্টার্স ক্লাবে
পটুয়াখালী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন চৈধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিএম শাহজাহান পারভেজের পরিচালনায় সদর উপজেলার সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১২৬ টি ওয়ার্ড শাখা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকদসহ আমন্ত্রিত চার শতাধিক নেতা কর্মীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রখেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার।
এ্যাডভোকেট গোলাম সরোয়ার বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এঁর ঘোষিত উন্নয়ন, সমৃদ্ধ ও আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও নির্বাচনবোর্ডের কাছে নৌকা’র প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন চাইবো। প্রধানমন্ত্রী মনোনয়ন দিলে আল্লাহর রহমতে আওয়ামীলীগের নেতা কর্মীসহ এলাকার সর্বস্তরের জনগনের সমর্থন ও আন্তরিক প্রচেষ্টায় পটুয়াখালী- ১ আসনে নৌকার বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ। সভায় মনোনয়ন প্রত্যাশী এ্যাড. গোলাম সরোয়ার আরো বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ আসনে যাকে মনোনয়ন দিবেন তার পক্ষে সকলকে সাথে নিয়ে কাজ করার কথাও বলেছেন।
সভাশেষে প্রধানমন্ত্রীর সফলতা ও দীর্ঘায়ু কামানা এবং পটুয়াখালী- ১ আসনের বর্তমান সাংসদ সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া’র আশুরোগ মুক্তি কামানায় দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করে সদর উপজেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মোঃ জাফর।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top