পেকুয়ায় ডাম্প ট্রাক- সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-৫

ফয়সাল আলম সাগর,বিশেষ প্রতিনিধি:

আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কের কক্সবাজারের পেকুয়ায় হাজীবাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন মারা গেছে। আহত হয়েছে আরো দুজন। এদের মধ্যে ঘটনাস্থলে মারা যান চারজন। আরেকজন চকরিয়া ম্যাক্স হাসপাতালে মারা গেছে। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে টইটং হাজি বাজার একটি গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা এলাকার ফিরোজ আহমদ (৪৯), তার স্ত্রী শাহিন আকতার (২৯), তাদের ছয় মাস বয়সী সন্তান জাহেদুল ইসলাম, সিএনজি চালিত অটোরিকশা চালক পেকুয়ার ধনিয়াকাটা এলাকার মৃত ছৈয়দুল আলমের ছেলে মনিরুল মান্নান (২২) ও উজানটিয়া ইউনিয়নের নতুনঘেনা পেকুয়ার চর এলাকার মাওলানা বজল আহমদের ছেলে ক্বারী আব্দুর রহমান (৩২)। আব্দুর রহমান চট্টগ্রামের একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) দুর্জয় বিশ্বাস। তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, চট্টগ্রাম মুখি একটি সিএনজি চালিত অটোরিকশা সঙ্গে বিপরীতমুখী একটি ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ অটোরিকশার চারজন যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের মধ্যে একজন শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top