উপজেলা শিক্ষা অফিসের কর্মচারী পদই শুন্য ৫টি

received_1275902836888488.jpeg

আসাদউজ্জামান,স্টাফ রিপোর্টার,মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা শিক্ষা অফিসের ৫ টি কর্মচারী পদের মধ্যে ৫টি পদই শূন্য রয়েছে। ফলে ওই অফিসের কাজে ও জনগণের সেবায় স্থবিরতার সৃষ্টি হয়েছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, অফিসে ৫টি কর্মচারী পদের মধ্যে ৫টি পদই শুন্য রয়েছে। তন্মধ্যে উচ্চমান সহকারী পদটি গত নভেম্বর মাসের ৩০ তারিখে শুন্য হয়। এছাড়া হিসাব সহকারী ১জন, অফিস সহকারী ২জন, রাজস্ব খাতের অফিস সহায়ক ১ জন। এই ৪ টি পদ বিগত ১০ বছর যাবত শুন্য রয়েছে বলে জানা যায়।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার রাফেজা খাতুন বলেন, আমি যোগদান করার পর থেকেই কর্মচারী ৫টি পদের মধ্যে ৪টি পদ শুন্য পেয়েছি। যে একজন ছিল সেই পদটিও গত মাসে শুন্য হয়েছে। আমরা কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। লোকবল কম থাকায় অফিস পরিচালনায় বিঘ্ন ঘটছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top