মোঃ আব্দুল হামিদ, রিপোর্টার গাজীপুর:-
এই দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক জনাব, কামরুল আহসান সরকার রাসেল।
আজ সকাল ১১ টায় গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল আহবায়ক-আওয়ামী যুবলীগ গাজীপুর মহানগর। আরো উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু, কাউন্সিলর খুরশিদ আলম সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবলীগের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাস্কর্যে পুষ্প স্তবক অর্পণ করা হয়। এবং দরিদ্র প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করা হয়। কামরুল আহসান সরকার রাসেল তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর মতো নেতা পেয়েছিলাম বলেই আজ দেশ স্বাধীন। অনেকেই চেষ্টা করেছিল দেশ স্বাধীন করার জন্য কিন্তু তা বাস্তব রূপ ধারণ করতে পারে নাই। বঙ্গবন্ধুই তার দূর্দশী নেতৃত্বের জন্য আপামর জনসাধারণ কে নির্দেশনা দিয়ে দেশ স্বাধীন করে গেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শান্ত বাবু। তিনি বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দের সঙ্গে সকলকে পরিচয় করিয়ে দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।