বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ আ.স.ম ফিরোজ এর বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ন বক্তব্য এবং রাতের আধাঁরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের দলীয় সাইনবোর্ড সড়ানোর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন উপজেলা আওয়ামী লীগ। আজ শনিবার দুপুর ১২ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফরিদ আহম্মেদ। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, গত ২৬ এপ্রিল বাউফল পাবলিক মাঠে আয়োজিত এক জনসভায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক জুয়েল বাউফল উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় লেখা কোন সাইনবোর্ড নেই উল্লেখ করে জন সম্মুখ্যে স্থানীয় সাংসদ আ.স.ম ফিরোজের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচার ও কুরুচিপূর্ন বক্তব্য দেন। তার ওই বক্তব্যের পরের দিন ২৭ এপ্রিল গভীর রাতে মেয়রের নির্দেশে দুর্বৃত্তরা জনতা ভবনের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় লেখা সাইনবোর্ডটি সরিয়ে ফেলে। যার প্রত্যক্ষদর্শী অফিসের তত্বাবধায়ক মো. আখতার হোসেন বাবলু ও পৌরসভার নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মামুন আকন। বাউফল উপজেলা আওয়ামী লীগ এ ধরণের সকল অপতৎপরতা ও বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। এ ঘটনার একদিন পর আজ শনিবার সকালে দুই জনের নাম উল্লেখ করে ৪/৫ জনকে অজ্ঞাত নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন দলীয় অফিসের তত্বাবধায়ক মো. আকতার হোসেন বাবলু। এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান, কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালেহ উদ্দিন পিকু, বাউফল পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. এনায়েত হোসেন খান সানা,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম খলিল, পৌর যুবলীগের সভাপতি মো. মামুন খান, উপজেলা স্চ্ছোসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রিযাজ উদ্দিন শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।