স্টাফ রিপোর্টার, ডেভিড সাহা:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।
বান্দরবান সরকারি গণ-গ্রন্থাগারে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলপদ্ম সাহিত্য পরিবারের প্রধান উপদেষ্টা ও বান্দরবান জেলা পরিষদের সম্মানীত সদস্য বাবু কবি সিং ইয়ং ম্রো, আরো উপস্থিত ছিলেন নীলপদ্ম সাহিত্য পরিবারের উপদেষ্টা জনাব মফিজুল ইসলাম মামুন, উপদেষ্টা কবি অনাদী বড়ুয়া, উপদেষ্টা জনাব মা শৈ থুই চাক, আরো উপস্থিত ছিলেন বান্দরবান মানবাধিকার কর্মী কবি নীলিমা আক্তার নীলা, কবি ও আবৃত্তিকার কবি প্রকাশ বড়ুয়া, সহ-সভাপতি কবি প্রভা রাণী ধর, এবং নীলপদ্ম পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি দুলাল শর্মা, উপস্থাপনায় ছিলেন নীলপদ্ম সাহিত্য পরিবারের সাধারণ সম্পাদক কবি রিশু চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে ছয়টি বইয়ের মোড়ক উন্মোচনে ছিলো নীলপদ্ম সাহিত্য পরিবারের ৫ম কাব্যসংকলন, কবি প্রভা রাণী ধরের ‘রক্তাক্ত ডাকঘর’ নিউইয়র্ক প্রবাসী কবি রাজু বিশ্বাস রমার ‘এক মুঠো বৃষ্টি’, কবি ব্রাদার আলবার্ট রত্ন এর “জাগো জাগরণী” ও “আমরা আলোর সন্তান”, সৈয়দ আল মাশরুর জিসানের, “নিবিরের নোটবুক”।।