মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার তিতাসে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সকাল ১২টায় উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সেতারুজ্জামান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোহাম্ম জুনায়েদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সতেনান্দ দাস ও উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ প্রমূখ।
উক্ত র্যালী ও আলোচনা সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের অফিসার, এনজিও প্রতিনিধি, এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করে এবং ১০জনের মাঝে ৩ লাখ টাকা সুদমুক্ত ঋণ প্রদান করেন।