মো:ফিরোজ, বাউফল, পটুয়াখালী :
বাউফলের সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে চাচার হাতে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুনী (২৫) ধর্ষিত হয়েছে। এ ঘটনায় আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) ধর্ষিতা তরুনীর ভাবী আইরিন বেগম বাদি হয়ে ধর্ষক ফোরকান মোল্লাকে (৫৫) আসামী করে বাউফল থানায় মামলা দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষিত তরুনী ও ধর্ষক ফোরকান মোল্লা একই বাড়ির এবং পাশাপাশি ঘর। ধর্শক ফোরকান মোল্লা সম্পর্কে ধর্ষিতার চাচতো চাচা হন। ঘটনার দিন ২৮ ডিসেম্বর বিকালে সাড়ে ৪টার দিকে ফোরকান মোল্লা ওই তরুনীকে ডেকে তার ঘরে নিয়ে মুখ বেধে জোরপূর্বক ধর্ষন করে। বিষয়টি জানাজানি হয়ে ধর্ষকের পক্ষে স্থানীয় কয়েক প্রভাবশালী ধর্ষিতার পরিবারকে নানা ধরণের ভয়ভীতি দেখায় এবং ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। এরপর মঙ্গলবার (৩ জানুয়ারি) ধর্ষিত ওই তরুনীকেকে সাথে নিয়ে তার ভাবী আইরিন বেগম বাউফল থানায় এসে ফোরকান মোল্লাকে আসামী করে মামলা দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে সূর্যমনি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন,‘ অভিযুক্ত একজন মাদ্রাসার শিক্ষক। দুইবার হজ্ব করেছেন। আমি যতটুকু জানি জমিজমা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। তাকে সায়েস্তা করতে পরিকল্পিত ভাবে মামলা করা হয়েছে।’
বাউফল থানার ওসি আল মামুন বলেন,‘ অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় মামলা রুজু করা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।