নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার মান্দ্রা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিফাদ ( ২০)নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
আজ ৩রা জানুয়ারী (মঙ্গলবার) সকাল ১০ টায় উপজেলার মান্দ্রা গ্রামের মনির মুন্সীর বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের জসিম মিয়ার ছেলে।
আজ মঙ্গলবার টঙ্গীবাড়ী এলাকার মান্দ্রা গ্রামে
এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় জানান, মনির মুন্সীর বাড়িতে রাজমিস্ত্রির কাজ করার সময় বৈদ্যুতিক মটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুলতানা ফেরদৌসি তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব খান জানান, এ বিষয়ে থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।