নিজস্ব প্রতিবেদক :
গত ২৩ জানুয়ারি, ২০২৩, সোমবার, বিকেল চারটায় কেন্দ্রীয় কচিকাচার মেলা মিলায়তন (সেগুনবাগিচা ঢাকায়), মৃত্তিকা একাডেমির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৬ জন গুণী ব্যক্তিকে প্রদান করা হয় মৃত্তিকা পদক ২০২৩, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে ছিল সঙ্গীত, কৌতুক, নাচ, কবিতা আবৃতি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । অনুষ্ঠানের সভাপতিত্ব করেণ ৯০ দশকের অন্যতম কবি, সংগঠক ও নির্মাতা রানা হোসেন।
এছাড়া স্মৃতিচারণ করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মারগূব মোরশেদ। প্রধান অতিথি হিসেবে ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সংগীত পরিবেশন করবেন খ্যাতিমান সংগীত শিল্পী বশির আহমেদের সুযোগ্য সন্তান হোমায়েরা বশির ও রাজা বশির। মৃত্তিকা পাদক তুলে দেন সাংবাদিক সানজিদা আক্তার কে।