গৃহবধূর ঝুলন্ত মৃ-ত-দে-হ ঘরে রেখে পালিয়েছে শ্বশুর-শ্বাশড়ী

received_607906217919966.jpeg

মো:রাসেল, চন্দ্রগঞ্জ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন দত্তপাড়া ইউনিয়নের হিং গুঁজির বাড়ীর শারমিন আক্তার নুপুর (২০)এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
৩০ আগস্ট(বুধবার) সকালে উক্ত মৃতদেহ উদ্ধার করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
শারমিন আক্তার নুপুরের মা,ভাই ও পরিবারের লোকজনের দাবি,স্বামীসহ শ্বশুর বাড়ীর লোকজন , শ্বাশুড়ি বসুরা বেগম,ননদদের মধ্যে পারভিন আক্তার নির্যাতন ও যৌতুকের দাবিতে পরিকল্পিতভাবে হত্যা করেছে। প্রশাসনের নিকট আমাদের দাবী, সুস্থ তদন্তের মাধ্যমে দোষীদের সাব্যস্ত আইনের আওতায় আনা হোক।
নুপুরের ভাই রাকিব হোসেন জানান, ২০২২ সনে আমার বোনকে মুসলিম শরিয়া মোতাবেক দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামের হিংগুজির বাড়ীর আবুল হোসেনের পুত্র মোহাম্মদ উল্যা লিটনের সাথে বিবাহ দেওয়া হয়েছে।
বিবাহের কিছুদিন পর থেকে আমার বোনকে যৌতুকের দাবীতে বিভিন্ন ভাবে মানসিক,শারিরীকভাবে নির্যাতন করে আসছে।
তাদের এসব অমানবিক আচরণের শিকার হয়ে আমাদেরকে জানালে,আমরা আত্মমর্যাদার দিকে তাকিয়ে বিভিন্ন কৌশলে, পারিবারিক ভাবে তাদেরকে অনেক বুঝানোর চেষ্টা করেছি।
কিন্তু তারা এই ভালো এ-ই মন্দ, এর মধ্য তাদের ঘরে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়। যার বয়স এখন প্রায় আটকে মাস, পরে আমরা নিরুপায় হয়ে স্থানীয় ইউপি সদস্য মামুন ও ইউনিয়েনের চেয়ারম্যান কামাল উদ্দিনকে বিষয় গুলো জানাই। কোন প্রকার সমাধান পাওয়া যায়নি। আজ সকাল ৭টার সময় মুঠোফোনে আমাকে কান্নার স্বরে বলে ভাইয়া আমরা স্বামী আমাকে অনেক মেরেছে এবং আমাকে ছেড়ে দেওয়ার হুমকী দমকী দেয়।
তারা এখন আমার বোনকে হত্যা করে ঝুলিয়ে রেখে, তার পুত্র সন্তানটিকে নিয়ে পালিয়েছে।
স্থানীয়রা জানান, মেয়ের উপর নির্যাতনের ঘটনা আমরা শুনতাম তবে তারা কাউকে পাত্তা দেয়না।
ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন,নির্যাতনের বিষয়ে প্রায় ছয় মাস পূর্বে জানিয়েছে, আর আজকের ঘটনা নির্যাতনের অংশ কারণ আমি এসে দেখেছি রুমের ভেতরের জানালা ভাঙ্গা তবে মেয়েটির লাশ খাটের সাথে লেগে রয়েছে। এটা হত্যা নাকী আত্মহত্যা তা প্রশাসনের লোকজন তদন্তের মাধ্যে খুজে বের করবেন। দত্তপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং ঝুলন্ত মরদেহ উদ্ধার করে, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
মৃত শারমিন আক্তার নুপুর দীঘলী ইউনিয়নের জামির তলী গ্রামের ফখরুল ইসলামের পালক মেয়ে। তবে পালিত মেয়ে হলেও এই বিষয়ে কেহই জানতেন না।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top